জাগরণ
অরুণ কারফা
কহো বন্ধু কহো
আর কতদিন কর্তব্যহীন, রাখিবে খোলসে দেহ।
ছড়াইয়া আতর ঢাকিয়া চাদর
রাখিবে দেহ যেন মৃত কেহ পড়িয়া আছে নিথর;
তারপর যেদিন প্রজন্ম অধুনা, সহ্যের সব ভাঙ্গিলে সীমানা
মারিবে ছুঁড়িয়া পাথর,
লাভ হইবে না ভিক্ষা চাহিয়া দৃষ্টি করিয়া কাতর।
সময় যাওয়ার পূর্বে বহিয়া, তার চেয়ে বরং চক্ষু মেলিয়া
পড়ো দেয়ালের লিখন ,
হলেও তাতে হইতে পারে পচন ধরা এই কারাগারে
শঙ্কিত বিবেকের কাঙ্খিত জাগরণ।