আদান প্রদান
অরুণ কারফা

ওকে বলেছিলাম
যদি কোনোদিন ফুল না ফোটে শুকনো বাগানে
কেনার মত দেনায় অর্থ নাও জোটে সসম্মানে
তখন তাকে সমস্যায় জীর্ণ জীবনের বাঁকে
         ছিন্ন পাতায় সাজিয়ে যতনে
         ভিন্ন মাত্রায় ভরে চুম্বনে,
এত সুন্দর বানাবো পরী,
মনে হবে যেন
             সমুদ্রে নয়, নীল আকাশে ভাটায় উচ্ছ্বাসে
ঢেউ তুলে ভাসে সাধের তরী।

প্রত্তুতরে, তার রেশ ধরে বলল সে বেশ রাগত স্বরে
ভাটায় তরী ভাসেনা যেহেতু সে খুঁজে নেবে সাজানো বাগান
কারণ, মৌমাছি এলে তবেই সেখানে
এ কথা বোধহয় সবাই জানে
হয় পরাগের আদান প্রদান।