প্রজাপতির আবির্ভাব
অরুণ কারফা

সেই ফুলটাই চাই :
সূর্যের আলোয়  দেখা না দিলেও  বাতাস দেয় পূর্বাভাস ;

সুগন্ধ ছড়িয়ে আবির্ভাবে
যে বোঝাতে তাদের পারবে
হাতির মত শক্তিশালী
হয়েও যারা বোঝে না কারা করছে তাদের সর্বনাশ।

হতে পারে রঙ বেরঙের
একই গাছে ভিন্ন ঢঙের,
প্রকার ভেদ না করে , মোড়কে পুরে ছড়িয়ে দেব দূর হতে দূরে
শুকিয়ে গেলেও মনে করাবে
আত্মসমর্পণ করতে চাইলে
বেঁচে থেকেও হবে জীবন্ত লাশ।