বিদ্রোহের ঝোঁক
অরুণ কারফা
আমি চাই মনে প্রাণে.
জ্বলে উঠুক সূর্য তার সৌর্যের সাথে আঁধার রাতে,
সন্ধ্যের থেকে অনাগত প্রাতে
দিগন্তের বুকে অনন্ত কোণে, এক ক্ষণে
শুধু মাত্র আমার জন্যে ।
চাঁদ যেন হিংসায় জ্ব'লে নিজের কান নিজেই ম'লে
প্রেমিক প্রেমিকাদের নিয়ে বিদ্রুপ করলেও
যুগলে যুগলে
একটা অন্তত তারা খসে
আমার পাশে দাঁড়ায় এসে
বলতে পারে জোরে জোরে, যার নেই ভালবাসার লোক
কেউ না ভাবলে তার কথা, বিদ্রোহের দিকে হবেই ঝোঁক।