পাকা কলসের গলা জোড়া
অরুণ কারফা

কাঁচা হাঁড়ির গায়ে অলস কল্পনায় এঁকেছিলাম এক নীলপরী তুলির টানে
জানতাম না তার কী হবে আর পোড়ালে ঝলসে তুসের আগুনে।

নিজেকে দোষী মনে হওয়ায়,
প্রথমে বরফ ঢেলে কনকনে হাতপাখা দিয়ে বাতাস চালালাম প্রাণপণে
তারপর,  মলম লাগিয়ে প্রলেপ চড়িয়ে করলাম অধীর আগ্রহে বাঁচার অপেক্ষা মনে মনে।

এত কিছুর পর শেষ হতে  অপেক্ষা, ভোরের প্রথম আলোর মত মুচকি হাসি দিল দেখা
এবার সে ইনিয়ে বিনিয়ে তিক্ততার সাথে মিশিয়ে ভালবাসা
বলল এ এক বৃথা আশা
পোড়া মাটিকে কাঁচা বানিয়ে
যায় কি কাউকে আবার বাঁচিয়ে  
প্রাণবন্ত করা তার,
পোড়া কপালের ভাগ্যরেখা।