দুই শুভরাত্রির গল্প
অরুণ কারফা
তার সঙ্গে হাঁটতে হাঁটতে খালি পায়ে চলতে চলতে
চাইছিলাম চাঁদের আলোয় নেয়ে প্রেমে কর্দমাক্ত হয়ে ঘেমে, মত্ত হতে নেশায়
কিন্তু, বাধ সাধলো সূর্য দেব পূর্ণ গ্রহণ ডাকায়।
মনে পড়ে গেল তখন
ভোর হয় ঠিক এমন সময়
ঘুম ঘুম চোখে বসলে পড়তে আধো ছায়ায় পেতাম দেখতে শিশির ঝরতে ধারায়
খোলা জানলা দিয়ে পাশে,
রাত্রি জাগা প্রেমাসক্ত ঘাসে,
নিঃশব্দে নীরবে তাদের গায়, যারা সারা রাত জেগে থাকায় ক্লান্তি কেড়েছে শান্তি বাসায় ,
শুধু, মেঘ করবেনা এই আশায়।
দুটোই শুভরাত্রির কাহিনী :
একটায় ঘটালো বিঘ্ন অরুণ
অন্যটায় ঘনকালো কৃষ্ণ বরুণ
ও তার বাহিনী নিমগ্ন করে হতাশায়।