যমুনার জন্য তাজমহল
অরুণ কারফা
মাঝিটার প্রেমে নদী, পড়ে গিয়ে ভাবে যদি
নাওয়ে দেওয়া গেলে দোল
দেখা দেবে তার বুকে
একটু হলেও হিল্লোল।
ওদিকে,
মাঝি কিন্তু আছে
ভিন দুনিয়ায়
ভিন্ন ধরণের প্রত্যাশায় ,
কোনোদিন এগিয়ে গিয়ে মোহানার গণ্ডি পেরিয়ে
যদি দেখা হয় এমন শিল্পীর সাথে
মাঝ সাগরে আঁকা হাতে
যার তুলির কেরামতিতে
গড়ে উঠেছে এক নতুন তাজমহল অবিকল আসলটার
প্রতিকৃতিতে ।
তাহলেই,
প্রেমের কাছে মাথা নত
করে যমুনার মত
এই নদীও বইবে সেই স্মৃতি
রাতদিন, অবিরাম, অবিরত।