লেজুড়বৃত্তি
অরুণ কারফা

কালের নিয়মে, একটু খেয়াল করে দেখলে বেশ বোঝা যায়,,,
খেজুর গুলো দোলে যখন হায়েনাদের নিঃশ্বাসের দোলায়
মসনদে যে বসে আছে, পড়ে ঠিক তার পায়ের কাছে
নিতান্তই যেন ঘোর অনিচ্ছায়।

তারপর, যখন কোনো এক ফাঁকে, ঝাঁকে ঝাঁকে
সেই সব লোকজন যারা তাকিয়ে থাকে কখন কোন গাছের শাখে মৌ জমছে মৌমাছির চাকে
এগিয়ে এসে কুড়িয়ে তাকে দেয় সেগুলো এই ভেবে
কয়েকটা নিশ্চয় অনুদানে পাবে,
কিন্তু শেষে , বিচি চুষে ভাগ্যকে  দুষে
দিব্যি ফিরে যায় জয়গান গেয়ে তার
যদি সুযোগ আসে আবার, নতুন করে চেষ্টা করার।