ভালো ভাষা
অরুণ কারফা
কে যেন বলেছিল
কখন বলেছিল কী বলেছিল
বলে থাকলেও কীভাবে বলেছিল
কোন আঞ্চলিক মিঠে ভাষায়,
এসব কথা জানলে হয়ত খুব সহজেই জানা যেত
প্রেম অর্পণের ক'টি উপায় ।
প্রণয় বললে কেবল মনে হয়
রাধা কৃষ্ণের প্রেম লীলা ;
তাদের ভাষা তবু বোঝা যায় কিন্তু, ব্যাঙ্গমা ঠিক কোন ভাষায় ব্যাঙ্গমীর সঙ্গে সখ্যতা জানায়
অথবা , শিশির বিন্দু পড়লে ভোরে ঘাসফুল তা জড়িয়ে ধরে কী ভাষায় প্রেমালিঙ্গন করে শীতল উচ্ছ্বাসে মৃদু মন্দ ওঠে হেসে
যা শুনে নিশির গমনে সূর্য বিজনে চাঁদের কপাল ভরে চুম্বনে আবার এসো বলে বাপের বাড়ি পাঠায়
কিংবা, এসব দেখে সূর্যমুখী ঈর্ষায় জ্বলে হলেও দূখী
তার পানে সকাল থেকে কীসের টানে অজানা ভাষায়
কী নিবেদন করে ভোলায়,,,,,,,,
ভাষাজ্ঞানের অভাবে কে জানে, এর'ম কত কী ধরণের ইচ্ছে যদিও জাগে পূরণের
আগে মরণের,
ভালবাসা, ভালো বাসা না পায়।