পণ নেওয়ার পণ  
অরুণ কারফা
26.04.23

      পোড়া বাঁশি রাগ করেছিল তাই;
                রুদ্র বীণায় টংকার দিয়ে
                       মুগ্ধতার সুর ঝরিয়ে,
কিছুই পেলাম না তাও বসন্তে;
এবং তাই অন্তে ,
সাঁঝবেলায় সাজানো বাসরে  
বাজলো বেতালে বেসুরো সানাই ।

          ভাঙা বাঁশির মান ভাঙব বলে
           বাসর জাগার অন্তিম কালে;
  
আসর জমিয়ে ঘাসের ভালে
     "" "শিশির ফেলে উষাকে জাগিয়ে
          পণ নিয়ে ভালবাসা আনিয়ে" ""
                    
পেলাম না তাও
প্রেমের ছোঁয়াই।