টেকসই ভালবাসা
অরুণ কারফা
প্রশ্নটা হল কিন্তু কেন?
এমন একজন বিশিষ্ট কেউ,
যার সাথে মন
দেখেনি কখনো সঙ্গে স্বপন, করেনি কখনো রাত্রি যাপন
সমক্ষে কখনো মেলেনি নয়ন, স্বপক্ষে হয়নি মতের মিলন
বিস্মিত হয়েছিলাম তাই, যার পর নাই
সেও যখন মনের সাগরে অক্ষরে অক্ষরে তুলেছিল ঢেউ।
আর তার ফলে গেল বিফলে একটা বিশাল সুফলের সম্ভাবনা।
তরঙ্গের পর তরঙ্গ তুলে সঞ্চার করে হৃদয় তলে রোমহর্ষক উন্মাদনা
বিদায় নেওয়ার সময়ে ঠিক বুঝিয়ে দিল কী বাস্তবিক
আর কী রোমহর্ষক অলীক
মতাদর্শের মিল না থাকলে বর্ষের পর বর্ষ গেলে
মনের হরষে বাতি জ্বেলে জীবন সাথী সঙ্গ দেয় না।