কোকিল সম্ভাষণ
অরুণ কারফা
30.04.23

              
যদি মনে হয়
                    কারুর
                               কখনো -
                   - কাকের রব হয় অভিশপ্ত,
তাহলে, কিন্তু এটাও জেনো:
   তার ভাষাতেই শিখে কথা
              কোকিল করে
                                     কূজন রপ্ত।

সেই রকমই খানিকটা আবার
(হয়ত আগেও শুনেছো ক'বার) ,
সোনার চামচ মুখে নিয়ে
               জন্মাবার পর বুক ফুলিয়ে
ঘুরে বেড়ালে সদর্পে অনেকে
,, মিথ্যাভরণে রাতুল চরণে,,
                            ফাঁদে পড়ে তাদের অচেতনে কেউ
বিপথে যায় সুমিষ্ট বচনে.....
        .....এ নয় কোনো অশ্রুত তত্ত্ব।