কাল বৈশাখীর ঝড়ের মতন
অরুণ কারফা


হৃদয় থেকে বিদায় দিয়ে মনকে দিতেই নির্বাসন
খুঁজে নিল সে চাপা উল্লাসে এমন একজন
যে কিনা ঠিক মনের মতন।

আসলে, এসেছিল অনেকেই পথ ভুলে ,,,
                       কেউ কেউ গেলেও অন্তপুরে
বললেও খুলে আত্মকথা, বলেনি কেউ মানব জাতির শোষিত জনের অকথ্য ব্যথা   ,
উচিৎ ছিল যার ছেয়ে থাকা প্রকৃত বন্ধুর হৃদয় জুড়ে।

তারপর একদিন, মন উদাসীন হচ্ছে যখন গোধূলি লগ্নে,
সূর্যদেব কামনারত আলোকিত হতে চাঁদের জ্যোছনে,
         এক টুকরো মেঘ বুঝিয়ে দিল হলেও বা গুরু গুরু গর্জনে:
খুলে দিলে মনের ঠুনকো বা়ঁধন জানান দিয়ে আপন জন,
ঠিক জুটে যাবে তড়িৎ গতিতে, কাল বৈশাখীর ঝড়ের মতন।