অন্তঃসলিলা
অরুণ কারফা
25.04.2023

সৌন্দর্য নেই অঙ্গে যার
কিন্তু, চিত্ত দেদার উদার
      ,,, তার চোখ ধাঁধানো রূপের বাহার,,,
বুঝতে হলে ফাঁক গলে
অন্তঃপুরে প্রবেশ করে
    খবরা খবর করতে হয় জোগাড়।

আর,
তা যদি না পারলে করতে
গাত্র বর্ণের পড়ে গর্তে....
.... কেউ পারবে না করতে উদ্ধার।