অনুদান
অরুণ কারফা

বাজারের নিস্তব্ধতার - - - কী - - - অপূর্বতা!
যার ব্যাখ্যা নেই কোনো অভিধানে,
প্রতীক্ষায় যারা কখন নামে পারা, ওষ্ঠাগত তাদের প্রাণ
          যেন আগুন লেগেছে পলাশের বনে।

বিস্ফোরক থাকলেও প্রচুর পরিমাণে
স্ফুলিঙ্গ নেই একটাও সেখানে,
         এ কোন অরাজকতা কেন কে জানে?

তরতর করে বাড়লে মূল্য না হলেও সকলে প্রফুল্ল
সেই অর্থে,
যে যার মত করছে কেনাকাটা যে রকম কুলায়
যার সামর্থ্যে।

অনেকেই বলে জল না থাকলে বাড়িতে পেয়,
যে ঝর্ণার থেকে নদী এঁকে বেঁকে চলেছে সবেগে ঢালের দিকে প্রিয়,
                     প্রয়োজন হলে তার কাছে যেও।

তা সেখানে গেলে দেখছে সবাই এত বেশি লোক ভিড় করেছে তাই
অনুদানের সন্ধানে গিয়ে থলি ভর্তি উৎকোচ দিয়ে  শুধুই অকারণে
আত্মসম্মান বিকিয়ে মাথা মুড়িয়ে
                      সর্বস্বান্ত হয়ে আসে প্রতিদানে।