দমন
অরুণ কারফা

মন্দ হয়নি ছবিটা আঁকা হয়েছিল বেশ ভালো;
তবুও তাকে জনসমক্ষে রেখে, ঢেলেই দিলাম আলকতরার কালো।

কিন্তু, একাদশী এলো
দ্বাদশী গেলো, এমনি করেই এক চিলতে রুপোলী তারের থেকে
ক্রমশঃ, উঁকি মেরে ফাঁকে ফাঁকে
আবার পুরুষ্টু হয়ে পথিককে যখন বাঁচার পথ দেখালো
বুঝতে পারলাম তখন , রাখতে গেলে মানুষের মন চেপে
কেড়ে নিয়ে তার নৈতিক অধিকার,
উঠবেই  সে প্রতিবাদে প্রতিরোধে ক্ষেপে;
আবার আঁকার ইচ্ছা বাড়ালো।