গতিরোধ
অরুণ কারফা


আমাদের মাঝে চোরা ভালবাসার
                            শাশ্বত রস বয় ,
প্রাণ দিয়ে ভালবাসি আমি তাকে
..... সময় পেলে কাজের ফাঁকে....
আর, তাতেই মনে হয়, সে সন্তুষ্ট রয়।

ধারণা হল তবু এক সময়,,,,
ভালবাসি কেবল আমি শুধু তাকে
প্রতিদানে সে বাসে না আমাকে
প্রতিবাদ না করেই বলেছিল সে
       হয়ত ভালবাসা নদীর মত
      একদিকে বয় , হয় না ক্লান্ত
তবু স্রোতস্বিনী, ভীষণ অভিমানী
বাঁধ দিয়ে বাধা দিতে চাইলে
তখনই গতিপথ বদল হয়,
তেমনটা কখনো করেছ বোধহয়।