ভালোবাসার গতর
অরুণ কারফা
কাল বৈশাখীর ফাঁকা গর্জন শুনলেই মনে পড়ে এখন,
আমার অধরে তার চুম্বন,
উষ্ণ শিহরণ বইয়ে দিয়ে অন্ধকারে আলো দেখিয়ে
কেন জানিনে কী কারণে ,
পরক্ষণে করেছিল নির্ধন।
যেন অনুভূতিগুলো সবে , মূহুর্তেই গিয়েছিল উবে
ঈশান কোণে ঝোড়ো হাওয়ায় উত্থিত ধূসর অনাকাঙ্খিত মেঘের মতন
আর শরীরটা রইলো পড়ে আমার
নিষ্প্রাণ, নিথর এবং অসার
ভরিয়ে দিয়ে ব্যর্থতায় মন, বেশ কিছুক্ষণ ।
কেউ বলেছিল না চাইলেও প্রেমের, ক্ষণস্থায়ী কালে এটাই হয় ধরণ:
আবার উঠলে ঝোড়ো বাতাস, আঁধারে ভরলে কালো আকাশ, হলেই বর্ষণ ভুলে যাবে মন তৎক্ষণাৎ সেই ফাঁকা গর্জন,
মনে হবে তখন ভিজে নীরবে পুরনো স্মৃতি বিগত হবে;
কিন্তু যা কখনো বলেনি কেউ, সেই যে সেই উঠেছিল ঢেউ
ছেড়ে যাওয়া তার মুক্তোর মত ফেনার রাশি
কোনোদিনও যা হয়না বাসি,
অনাদরে থেকেও বালির 'পরে
বছর গেলেও বছরের পরে
হারায়নি তার সুডোল গতর।