অক্ষত চরণ
অরুণ কারফা
23.05.23
পাখির মতন ডানা ছিল,
মৃগের মত মন
সাধ করে আর যতন ভরে
এনেছিলাম ধরে ঘরে
এমনই একজন।
সাবধান করতে সময় থাকতে
মানা করলাম ডানা ছাঁটতে,
ছিলও সঙ্গত কারণ,
বলতে নেই, কখন কি হয়
আসেবেনা বলে দুঃসময়
আমারও তো নশ্বর জীবন,
শুনল না তাও বারণ।
ভালবাসতাম সর্বান্তঃকরণ;
তাই, আশ্বস্ত হয়ে একদিক দিয়ে
নিজের ইচ্ছা দিলাম চাপিয়ে,
নিরুপায় আর যাবে কোথায় ,
নেইকো যার ডানাই এখন,
ভুলে গেছিলাম তখনও ছিল
অক্ষত দুটো চরণ।