পরোপকারের হূল
অরুণ কারফা
উদয়ের কালে নয়
সূর্য ডোবার সময় এসো নিশ্চয়,
অল্পক্ষণ ভাবার শেষে
এই কথা তার উদ্দেশে, বলে নিমেষে পারলাম বুঝতে
সময়ের স্রোতের নয় বিপরীতে,
একটু বেশি চাওয়া হয়ে গেল বোধহয়।
উপকার করে তার রেশ ধরে
করতে নেই প্রত্যাশা...
ভাবনাটা আসতে মনের কোণে, ভাবতে বসলাম জনে জনে
কার উপর করা যায় ভরসা
চলার পথে কে হবে বিপদে সহায়?
যার জন্যে কার্পণ্যে কিছু করিনি অথবা দিইনি মুক্ত হস্তে যাকে হৃদয়
সে কীভাবে পাশে দাঁড়াবে
বিপদ যখন তাড়িয়ে বেড়াবে
শিয়রে হাত রেখে সকরুণ চোখে
আশ্বাসে দিয়ে অটল অভয়!
বুঝলাম করিনি একটুও ভুল,
মৌমাছি শুধু দেয়না মধু, না নিতে পারলে কায়দা করে,
ফোঁটায় সজোরে বিষাক্ত হূল।