নীলকণ্ঠের পরিতাপ
অরুণ কারফা
না চাইতেও, উপদেশাবলী চারদিক থেকে যে ভাবে আসতে থাকে
ঝাঁকে ঝাঁকে
মেনে নিলে তাদের চাপে
চিত্ত হয়ে ধাপে ধাপে
অনিচ্ছা সত্ত্বেও নীলকণ্ঠের মত নীলাভ দেখায়
পরে হবে হয়ত আরো গাঢ় , ভাগ্য ভালো, আপাততঃ অনেকটাই ফিকে।
ভবিষ্যতে কী হবে ভেবে
মাঝে মাঝে তাই পাহাড়ের দিকে চা'ই....
কীভাবে সে নীলাকাশে হয়েও বিলীন ঠিক প্রতিদিন
নিজেকে শ্যামল সবুজ রাখে
কীভাবে , এলেও বর্ষা শ্বেত শুভ্র মেঘের দ্বারা হামেশা পরিবেষ্টিত হয়েও কেশ গুচ্ছ হতে দেয় না সাদা
অথবা, কালো কুচকুচে জলদ গম্ভীর মেঘের সারি ভেদ করে, আকাশের হাতছানি উপেক্ষা করে আবাসিকদের হয় আশ্রয় দাতা
তবু কিন্তু হয়না কখনো নীল, সাদা, কালো অথবা ফিরোজা,
টিকিয়ে রেখে উঁচিয়ে ধ্বজা।