মহাকাশ দর্শন
অরুণ কারফা
সৃষ্টির পরিধি জানতে গিয়ে
দৃষ্টির প্রসার বাড়িয়ে নিয়ে
পারতাম যদি শিশির পড়া ঘাসের বুকে
মহাকাশের ছবি এঁকে, নত হয়ে দেখতে ঝুঁকে
তাহলে হয়ত দুনিয়া জুড়ে
বেঁচে থাকত সভ্যতা
শক্ত করে শিকড় ধরে।
না, তা বোধহয় হবার নয়,
আর, তা না হওয়ায় রক্তের মানব,
ব'নে গিয়ে দৈত্য দানব
ধনের লোভে করছে পাতক
নরখাদকের কুরূপ ধরে প্রলয় তাণ্ডব নৃত্য করে ।।