স্মারক
অরুণ কারফা


চেয়েছিলাম কিছু স্মারক পথের কাছে
              যাতে, যত মনের মানুষ আছে
প্রত্যেককে দিতে পারি একটা করে উপহারে,
            কিন্তু, সে কিনা কার্পণ্য করে রাস্তার পর্ণ জড়ো করে
দিল শেষে একটাই, সোহাগ ভ'রে মুঠোয় করে
কেউ জানে না ক'দিন ধরে পড়েছিল অনাদরে দূর ছাই!

আর, এও বলল , ভীষণ মূল্যবান,
সবাই বোঝেনা এর মান,
বুঝলে কদর, আদর দিয়ে কেউ তখনই রাখে ঘরে
তবে, যথেষ্ট হবে একটাই,
তারপর বলল, ছোট্ট একটা দিয়ে হাসি
এর বেশি যা ভালবাসি তেমন কিছু দেবার মত নাই,
       তাছাড়া, এই টুকু নিয়ে পরিতৃপ্ত হওয়ার মত মানুষ
চেয়েও আবার পাওয়া যায় না দেদার,
তাই, সঠিক প্রেমীর খোঁজার উপায়, এইটাই ।