বিচ্ছেদের শব্দ
অরুণ কারফা
কখনো কি শুনেছ সেই করুণ শব্দ কানে?
প্রাণে ঢুকলে তোলে ঝড় , মানে বুঝলে ফোলে অধর
আর অস্থিরতায় বুক ফেটে সময় কাটে অন্তরালে,
না শব্দটা মোটেও মুখে হাসি ফোটার নয়
বরং, চোখের থেকে বন্যা ডেকে ঝর্ণা যখন অঝোরে ছুটে
আসন্ন বিরহের অসহ্য ব্যথা নিঃশব্দে নীরবে বলে।
অথবা,
স্বকর্ণে শোনা, রুক্ষতায় পূর্ণ বক্ষ শূন্য করা
অতীতে সংগঠিত কোনো পাপ, যার ভুলে বিচ্ছেদের তরঙ্গ তুলে
ঝড় ঝঞ্ঝায় দোদুলে দুলে করে আনাগোনা ;
কিংবা, ইঙ্গিতে বোঝায় তার অনাগত সম্ভাবনা।
কিন্তু ঠিক কী হয় তখন ভগ্ন হৃদয়ে
এ বিষয়ে অবশ্য সবার জানার কথা নয়
সেই জানে যার জীবনে পরিণত যৌবনে
না চাইলেও এই ধরণের অবাঞ্ছিত পরিণতির অনুপ্রবেশ হয় অশুভ কালে।