পরশ খানি দিও
অরুণ কারফা
09.04.23
চোরা স্রোতে মন ভাসিয়ে
আড় চোখে থাকতাম তাকিয়ে,,,,,
তাই বোধহয় তার দীঘল চাউনি
দেখতে পেলেও
পড়তে পারিনি।
তাই বোধহয় তার সুঠাম গ্রীবার চতুর্দিকে হার সোনার
চাইলেও পড়িয়ে দিতে মিতে
ব্যর্থ হতাম অনন্তবার।
তাই বোধহয় কোনোদিন তাকে
বাঁধতে পারিনি সাতপাকে,
বুঝতে পারিনি উদারচেতার
'গলদ্দেশে' মুক্তোর মালার চেয়েও বেশে
অনেক খানি বেশি শ্রেয়
বাহুদ্বয়ের পরশ প্রিয় ।।