একাকীত্বের সঙ্গ
অরুণ কারফা

যদি, দেহ সৌষ্ঠব বাড়াতে গিয়ে
মনের সৌরভ হারিয়ে ফেলি
পাবে কি তখন খুঁজে ভ্রমর , অলিগলি ঘুরে কলি।

আবার এও ভাবি,
নাই বা এলো ভ্রমর বাগে
থাকব যেমন ছিলাম আগে
          কাজ নেই আর বাড়িয়ে বাহার
          সঙ্গ কে দেয় কৎদিন কাহার
এৎদিন দিত একাকীত্ব
প্রয়োজনে, হয়ে মিত্র
                      সে কথা কী করে ভুলি।

তবে এও ভাবি ,  কখনো কি ছিলাম একা,
শৈশব, কৈশোর অথবা তারুণ্য
দিয়েছিল সঙ্গ সময়ে ভিন্ন
তাহলে আর অপেক্ষা কার
                           একাকীত্বের সঙ্গে চলি।