স্বপ্ন দেখা একা
অরুণ কারফা
শেষকালে সে ঠকিয়েছিল
স্বপ্ন দেখে একা;
অথচ,
পথ চলেছিল, গান গেয়েছিল
মত ভুলেছিল, পা ফেলেছিল,
ফুল তুলতে সঙ্গে আমার , মালা গাঁথতে গাঁথতে তার একখানা আঁকা বাঁকা ;
.... একসঙ্গে ডালি ভরে বাঁজা বচসার সূত্র ধরে,
পুরনো প্রেমের কথা পেড়ে
তর্ক করে,
সন্ধ্যে বেলায় রাস্তা যখন
বাঁক নিয়েও ব্যস্ত ভীষণ
বিশ্রাম নিতে ফাঁকা।
সে যাকগে, দেয়নি কোনোদিন আভাস
তবু ছিল বিশ্বাস
আমাকে না জানিয়ে
ঘোড়া ডিঙ্গিয়ে
কিছুতেই খাবে না কখনোই ঘাস।
তবু শেষকালে হলো ঠিক তাই ;
ভোরের দিকে স্বপ্নে এসে
বলল ডেকে কাছে ঘেঁষে
আর ভাগ করে মধুর স্বপন
করবে না সে রাত্রি যাপন
আমিও যেন কখনো আর,
একসঙ্গে স্বপ্ন দেখার
স্বপ্ন দেখিনা আগের মতন।