জলে ভেজা রোদ্দুর
অরুণ কারফা

সেদিন রোদ্দুরও জলে
                          চপচপ করে ভিজে ছিল বলে
তাই,
পুকুর থেকে চান করে উঠে দৌড়ে ঘরে আসতেই ছুটে
প্রিয়ার খোলা চুলের ফাঁকে
          নরম আলো ঝাঁকে ঝাঁকে
পড়ে আটকে করল তাকে
              দেখতে এতই মধুর  যে,
সন্ধ্যে হয়ে রাত পেরোলেও
চাঁদের ওঠার সময় হলেও
                                  পরশ্রীকাতরকে আর গেল না আকাশের গায়ে দেখাই ।

অন্যথা যার, বাঁশ বাগানের মাথার উপর ওঠার শোভার বর্ণনা করা
মত জুড়ি বাংলা ভাষা ছাড়া আর কোথাও কারও নাই।