পোড়া বারুদের গন্ধ
অরুণ কারফা

সেদিন বোধহয় খতম
যখন,
          রুমাল নাড়িয়ে পা না বাড়িয়ে
বলাই যেত পথে দাঁড়িয়ে
               রাস্তা যখন ফুরায় না আর
এগোনোরই বা কী দরকার।

তারপর,
মৌসুমী হাওয়া বদলে দিলে
চালচিত্র গাছ গাছড়ার
মনে করতাম আপেক্ষিক ভাবে
এগোচ্ছে সবাই যেভাবে
উন্নতি হয়েছে সমাজে সবার।

দিঘীর পাড়ে দাঁড়িয়েও তখন
ভাবতে পারত ডুব দিয়ে মন
                বামন হয়ে হাত বাড়িয়ে
              উপর দিকে শূন্য ছাড়িয়ে
না ধরতে পারলেও চাঁদ,
       মিষ্টি জলের পাতা আছে ফাঁদ।

আর এখন
এত বেশি দেরি হয়ে গেছে
কেউ যদি বা ভেবেও থাকে
                   আগুন লাগবার অনেক আগে
খুঁড়ে ফেলবে জলের কুঁয়া,
          বুঝতে হবে তাহলে তার
দৃষ্টিশক্তি, বুদ্ধি, বিচার
        সবকিছু ফেলেছে গিলে
চারধার থেকে তাকে ঘিরে
পোড়া বারুদের কালো ধোঁয়া।