কুম্ভকর্ণের ঘুম
অরুণ কারফা
ঘুমিয়ে পড়েছিলাম পড়শীর দ্বারে
যুগ যুগ ধরে একাধারে,
তবে একা নয়....
একা হলে হয়ত ভালোই হতো
পুরো একটা প্রজন্মকে সঙ্গে নিয়ে
নাক ডাকিয়ে জানান দিয়ে,
প্রদীপের পর প্রদীপ নিভিয়ে,
রপ্ত করে মৌনব্রত।
পরবর্তী কালে অনেক কাঠ খড় পোড়াতে হত
বহু জনকে করতে হলে আবার জাগ্রত,
এ সবকিছুই জেনে শুনে কার্যতঃ।
স্বপ্নে মনে হচ্ছিল নিজেকে বীর পুঙ্গব
যার অঙ্গুলি হেলনে হতেও পারত জোর কলরব,
কিংবা নবজাগরনের প্রতীক যার
অনুসারী ছিল শতেক হাজার।
যতক্ষণ না কেউ এসে কেড়ে নিল
সেই স্বপ্ন দেখার কালো অধিকার
শৃঙ্খলাবদ্ধ করে পদানত।