ছোট্ট আকাশ
অরুণ কারফা

আমাদের সঙ্গে মহাকাশের মিল
কোনো ভাবেই কাকতালীয় নয়,
কিছু তারা পড়লে খসে তাদের দেশে আবার কিছু তৈরি হয়
তাই, অসীম দূরত্বের আকাশটাকেও সবিস্ময়ে দেখলে চে'য়ে কেবলই মনে হয়
   পৃথিবীর মতই সেও অনন্ত নয় ।

তবু নক্ষত্রের অজস্র ফুটে মিটিমিটি করে জ্বলে উঠে নিভে যাওয়া
দেখলে মনে মনে বদ্ধ ধারণা হয়
    জনে জনে বুঝলেও প্রয়োজনে
আত্মত্যাগ করে অন্যের জন্যে স্থান করে দিতে সংকোচ করা উচিৎ নয়,
তবুও সজ্ঞানে
অনেকেই জীবনে সেই হিসেবে চলে দানে ধ্যানে বেঁচে থাকতে রাজি নয়,
হ্যা, তারপরেও.....
প্রকৃতির সংবিধানের অমোঘ বিধানে এটাই কয়।