জল ছবিতে অস্তিত্ব
অরুণ কারফা
হতে পারে তার মনে নাই আমার
নাম ধাম আর ঠিকানা তাই,
অনেক ভেবে দেখে উড়োচিঠি লিখে যেখানেই থাক তার উদ্দেশ্যে জানাই:
জল দিয়ে এঁকে ধুয়ে জল দিয়ে, সযত্নে তাকে দিলেও পুঁছে
ছবিটার বাড়ে উজ্জ্বলতাই।
হতে পারে কোনো অচিনপুরে
.... এখান হতে অনেক দূরে....
অনুসন্ধান করে পারব জানতে আমিও শেষ কালে অন্তে
আমার অন্তরে থাকলেও জুড়ে
.... অবিশ্বাস্য কল্পনার জালে...
তার তো আসলে অস্তিত্বই নাই।