প্রেমের ধ্বজা
অরুণ কারফা
সেদিন, চাঁপা কলিটা দেখে
মনে হচ্ছিল আবেগ গুলো বৃন্তের মুখে চেপে রেখে
ঘুমাচ্ছে একজন তার চিরন্তন স্বাভাবিক ছন্দে
যা কিনা হয় নয়ন জুড়ে নরম তুলতুলে মায়ের জঠরে শিশু ঘুমালে
অতি সুরক্ষিত আন্দোলিত গোপন অলিন্দে।
সে তো জানেনা তার প্রশান্তি দিলেও মাকে পরম তৃপ্তি
ভোমরার বেশে চোখের নিমেষে আসবে ধেয়ে স্বার্থপরের দল
যেই না ফুটবে ভোরের আলো
আর, মনে হলেও সব আপাত ভাবে বন্ধু সুলভ পরিস্থিতি নয় সের'ম ভালো।
প্রেমীকে পাঠিয়ে সেই খবর অপেক্ষায় জুড়ি হবে বর্বর
উন্মুক্ত হলে রক্ষা কবচ
করতে তার জীবন নাশ,
যদিও তখন , বুঝলেও জীবন নয় তেমন সহজ সোজা
ঘড়ির কাঁটা উলটো ঘুরিয়ে
মাতৃ জঠরে ফিরে গিয়ে
পারবে না ভাঙ্গতে না সৃষ্টির নিয়ম দুয়ারে দাঁড়িয়ে প্রেমিক যম
প্রেমিকারে দিতে উপহারে
সুগন্ধিত প্রেমের ধ্বজা।