বৃষ্টি
অরুণ কারফা
আর এখন
বৃষ্টিতে তেমন ভেজে না
ধূসর বরণ অন্তর্মুখী মন।
জানলা গুলো দিলেও খুলে
পর্দা গুলো নিলেও তুলে
বাতাস বয়ে আসে না নিয়ে
সোঁদা সোঁদা গন্ধের অমূল্য রতন ।
বরং, তমসে জোনাক আসে অযাচিত ভাবে ,
আলো- ছায়ার নেভা - জ্বলার পসরা সাজিয়ে
সেই আগের মতন
যেন পুরনো গণ্যমান্য পরিচিত জন।
মেঘ ঢোকে না ভুলেও বিলক্ষণ
কারণ সে জানে আসবেই সজ্ঞানে বর্ষারাণী পিছন পিছন
আর, বরষ এলেই তার পরশে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে স্বার্থপরতার জঘন্য বাঁধন
হরষে জন্ম নেবে উদারচেতা মন;
এমনটা বোধহয় চায় না অবচেতনে
বিনীত জন।