বিবেকের ছায়া
অরুণ কারফা
নিজের ছায়ার পিছনে লুকিয়ে
কুকর্ম করতে গিয়ে
না চাইলেও নিজের কাছে
ধরা পড়ে যাই
তাই,
স্বান্তনা দেয় ব্যার্থতার মোড়ক
শেষকালে সঙ্গ দিয়ে,
কাকে সেকথা জানাই।
ওদিকে সফলতার হাসি ফুটে ওঠে
যাদের গালে
সেই সব কাজ করার ফলে ,
তাদের ছায়াসঙ্গী হতে
চাইলেও পারি না কিছুতে
নিজের ছায়া, না নেওয়ায় দলে।