ছায়ানৃত্য
অরুণ কারফা
স্বচ্ছ জলের ঢেউয়ের 'পরে মেঘ আঁকত সচল চিত্র
ছোট্ট নদীর নাম তাই, রেখেছিল ছায়ানৃত্য।
ফুলে ফেঁপে চওড়া হয়ে
তিন ফসলী জমি খেয়ে
ঢেউ তুলে শ্রাবণ এলে ভয় দেখালেও প্রবল নিত্য
বর্ষা গেলে সব ভুলে তারাই হত আবার মিত্র।
দূরে গাঙচিল আকাশে নীল মেলে দিয়ে পেলব ডানা
উড়তে উড়তে দেখলে জলে প্রতিফলিত চেহারা খানা ,
ভাবত বোধহয় ওড়ার চেয়ে সাঁতার জানলে ভালো হত।
আর, মাছেরা ঝাঁকে ঝাঁকে জলের বুকে তাকে দেখে
লুকিয়ে নিয়ে ছানাদেরকে হাঁ করা খোলা মুখে
ভাবত আসছে সাক্ষাৎ দৈত্য,
দুই শ্রেণীর দুই প্রাণীর বাঁচার লড়াই অস্ত্র ছাড়াই
এই ভাবে সমাপিত হত।