ছায়াযুদ্ধ
অরুণ কারফা
এমন একটা স্বপ্ন, বলতে পারি না কাউকে কখনো,
সেটার কথা মনে এলে,
ছায়াযুদ্ধ শুরু হয়ে গিয়ে আত্মবিশ্বাস টলিয়ে দিলে
হেরে ভূত হই চোখের জলে।
এক পক্ষ দৃঢ় চিত্তে লড়াই চায় চালিয়ে যেতে,
--শেষ পর্যন্ত মাটি কামড়ে,
অন্য পক্ষ তাকিয়ে থাকে সুযোগ পেলে চোরা বাঁকে
.... পায়ে ধরে আপস করে ...
ভরিয়ে তুলতে দরাজটাকে।
নিজেকে বোঝাই, এটা তো একটা স্বপ্ন মাত্র
তেমন কিছু নেই ভাবার মত।
যৎদূর জানি আমার চরিত্র, ছেড়ে দেবার মত নইকো পাত্র,
রফা করে মিটমাটের পরে পরের ধন লুটপাট করে
বিত্তবান হতে চায়না মন।
তবুও হতে দেখেছি এমন।
দেখেছি এমন অনেক জনকে এগিয়ে থেকে বাঁচার রণে, গুরুত্ব দিয়ে সুখকে অবশেষে
মুক্তি পেয়েছে আয়েসে ফেঁসে। ।