দায়িত্ব বোধ
অরুণ কারফা
তোমায় যখন বসিয়েছিলাম দেশের শীর্ষ পদে
জানতামনা তখন শর্ষের মধ্যে মেলানো খাদে
তুমিই হচ্ছ ভূত
অভিনয়টা ছিল এমনই নিখুঁত।
নজর রেখেছিলাম নিজ নিজ মাথার 'পরে
কেউ যাতে না টিকিটি ধরতে পারে
কেশাগ্র থাকলেও পরিপাটি,
কিন্তু, জমি সরিয়ে পায়ের তলা থেকে ফেলতে চাইবে জাতিকে বিপাকে
আর, কেড়ে নিয়ে সবার মুখের গ্রাস ছড়াবে দিকে দিকে সন্ত্রাস
ছিল না জানা তখন এমনটি।