স্বার্থপর
অরুণ কারফা
আমার মনের মেঘ সরাতে তুমি এলে তুফান হয়ে,
ঝিরি ঝিরি বৃষ্টির গুঁড়ি
তোমায় আপন মনে করি সিক্ত করল জড়িয়ে ধরি, নিঃশব্দে রিমঝিম রবে
একলা পেয়ে আবেগে ডুবে।
হ্যাঁ, মেঘ কেটে গেলেও তাতে সেই প্রেক্ষাপটে রাতে
হারিয়ে তোমায় হলাম অনাথ ;
আচ্ছা, মেঘ বিনা কি হয় না ঝড়
নাকি, মেঘ কেটে যাওয়ার পর, আর সয় না হাওয়ার ত্বর,
বা, দরকার মনে করে না আর
একটু বসে মুখোমুখি একে অপরকে করতে সুখী
নামাই ভালবাসার জ্বর ;
কে জানে, হয়ত আমি একটু বেশি স্বার্থপর।