স্বার্থান্বেষী ফুলেল প্রেম
অরুণ কারফা
02.05.23
যেদিন সে এসেছিল :
তুলতুলে ডালে কুঁড়ির রূপে....
আবৃত বনে অনাদৃত কোণে চিরসুখে থাকা আপন মনে,
ঝোপের আড়ালে নিভৃতে শয়নে
আদৃত বুকে;
তখন কি জানত......
অনেক দূরে অচিনপুরে
ব্যাগ্র অধরে আকুল নয়নে গুনছে প্রহর
গুনগুন সুরে কৃষ্ণকালো প্রেমিক ভ্রমর
প্রেমের অসুখে অজানা মুলুকে?
তাই বোধহয়,
ফুটলেও হয়ে ফুটফুটে ফুল
হল না কিছুতেই তার বোধোদয়,,,,
ক'টা না দিন যেতেনা যেতেই
উত্তরসূরীর সন্ধান পেতেই,
চকিতে দিল জগতকে বিদায়
পাপড়ি ঝরিয়ে ;
ব্যর্থমনোরথ ভোমর তখন গুনগুনিয়ে
নতুন ভোরে,
খুঁজতে বেরলো নতুন প্রণয়
নতুন করে। ।