নিজের দোসর নিজে
অরুণ কারফা

কাকে দোষ দেব, কাকে?
                                      লোভ লালসার চাপে পিছলে ধাপে ধাপে পড়তে পড়তেও ভাবছিলাম যখন বেশ তো গেছি টিকে
                আলমারি ভরা কাপড় চোপড় হাত সাফাইয়ের সোনার মোহর,
এ সবকিছু দেখে সমবেদনা রেখে
এস'ছিল যারা সমব্যথীর বেশে,
       পদাঘাত করে পশ্চাদ্দেশে ভাল না বেসে পাশ ঘেঁষে চলে গেল মুচকি হেসে ,
তাই প্রয়োজনেও পারলাম না,
নিজেও নিজের দোসর হতে শেষে।