ঋতুর প্রেম
অরুণ কারফা

ভালবাসত কদম সে তাই,
ইচ্ছে হয়েছিল,
          বসন্তে ফুল ফুটলে যেমন প্রসন্ন হয় বিষন্ন মন
          কদম্বের গাছ পুঁতে তেমন    
          দম্ভের আঁচ নিভিয়ে দিয়ে
চরিত্র মাসে চরিত্রে তার , আনব কোমল পরিবর্তন।


যখন সে গাছ রইলো বন্ধ্যা আভিমানে:
           ভেঙ্গে না পড়ে  ভরসা করে
পুঁতলাম বকুল বর্ষা কালে নবোদ্যমে কদম তলে
পছন্দের সূচিতে যা  ছিলও তার জ্বলজ্বলে।

তা সত্ত্বেও, বসন্ত এসে ডাক দিলেও ভালবেসে কানে কানে
সাড়া দিল না কেন যে বকুল সম্ভবত সেই জানে,
         অবুঝ সন্ধ্যা ব্যর্থ হল সবুজ করতে কঠিন মনে।