সন্তুষ্টি
অরুণ কারফা

অন্তরের ক্ষুধা মেটেনা বলে বৈভবের পিছে ছুটি,
বৈভব ছোটে আলেয়ার মত
ঈপ্সাকে করে ক্ষত বিক্ষত
............... খুঁজি নৈবেদ্যে ত্রুটি।

         পথে দেখা পাই যার প্রচুর চাই,,,,
          অথচ হয়না তার সাথে দেখা....
বৈভব যাকে ছেড়ে গেলেও পাঁকে
জীবন সংগ্রামে যে নাহি থামে
................ লড়তে হলেও একা।