এর নামও সুখ
অরুণ কারফা

এটা কি শুধুই কাকতালীয়....
সূর্য যেই অস্ত গেলে সৌন্দর্য বিগত হলে
কষ্টে করে বিশাল পাহাড় আকাশ জুড়ে হাহাকার...
        ভালো লাগে তখন সবার, তার শোনিতের লালিমা;
কই, কেউ তো তেমন করে হাসেনা
বিদায় কালে চোখের জলে ভাসিয়ে দিয়ে ভেজা আঁচলে
         অঝোর ধারায় কাঁদলে মা।

তেমনি এও লক্ষ্য করার...
ভোর বেলা দিগন্ত জুড়ে প্রসব ব্যথা সহ্য করে
তপন বের হচ্ছে যখন
        রক্ত মাখা আকাশ ফুঁড়ে,
তখনও কিন্তু চতুর্দিকে হাসি ফোটে সবার মুখে
আকাশ পেলেও যন্ত্রণা।