গোলাপ বাগান
অরুণ কারফা
একটা গোলাপ বাগ আঁকতে হবে নীল আকাশের বুকে
যাতে
নিম্ন বিত্তের দুর্গন্ধে যারা
উচ্চ শ্রেণীর সমাজপতিরা,
অতিষ্ঠ হয়ে নাক উঁচু রাখে
বাধ্য হয়ে উপর দিকে,
তারাও তার সুগন্ধ পায় সুখে।
সেই বাগানটায় রাখব না মাটি
পাছে লেগে যায় পায়ে কাদা,
থাকবে না ডালপালা
থাকলেই হয়ত ফুটবে হাতে কাঁটা,
আর পাতা?
তার কি আছে কোনো প্রয়োজন
যার জন্য এত আয়োজন
সে যদি তাকে জঞ্জাল বা আবর্জনা ভাবে
তখন কি আর সেই আঁকা ছবি পুরস্কার পাবে,
আঁকাই হয় না সেই দুঃখে।