সংগ্রামের দ্বার
অরুণ কারফা

না ভেবেই প্রয়োজনের কথা
হয়েছিল দুটো মালা গাঁথা।

     অম্লান স্মৃতির গুচ্ছ নিয়ে
     একটা গাঁথলাম সাজিয়ে গুছিয়ে
অন্যটা ছিল ম্লান হতে থাকা অপ্রিয় মলিনতার,
     সুপ্ত মনের গুপ্ত ব্যথার।

প্রথমটাকে গলায় পড়ে, ঘুরছিলাম মহাশূন্যে উড়ে
কিন্তু দ্বিতীয়টা আমায় টেনে
নামালো পৃথিবীতে এনে
                 যেখানে অবদমিত যারা,
সংগঠিত কাসফুলের গোছা
দিয়ে বানাবে এমন ঝ্যাঁটা, যা দিয়ে করলে পাপীকে পেটা ,
সব কিছু হয়ে গিয়ে পরিস্কার,
                                   মলিন স্মৃতি হবে ঝকঝকে
এবং, জানা যাবে আর, , কী কারণে আগে হয়েছিল হার
যে কারণে দুলে উঠলে খুলে বারংবার
অবারিত হবে নতুন নতুন সংগ্রামের দ্বার।