অভিমানীর ঢেউ
কে যাবি সঙ্গে আমার
কাটিয়ে মনের জরা,
তুলতুলে পাপরি খুলে
শিউলি ফুলের দুলে দুলে
দেখতে ঝরে পড়া,
অভিমানীর প্রাণের ঢেউ
মালা গড়তে গিয়ে কেউ
তুলছে যেন শরৎ কালে
উপুড় করে ঘড়া।