তাল
অরুণ কারফা
কল্পনা প্রসূত তার মনঃপূত একমনে বসে
ভালবেসে আঁকছিলাম এক ছবি
যাচ্ছিল যখন রবি, অস্তাচলে
তালগাছটার তলে;
কিন্তু, তাল কাটল পড়তেই তাল , তাল পুকুরের জলে।
তার সঙ্গে সকাল বিকাল মিলিয়ে তাল
চলতে হলে আসলে
হতে হত তাল পাতার সেপাই চাই বা না চাই এককালে
এটা জানা ছিল তাই,
তলে তলে তাল না দেওয়ায় মন
কেটে পড়লাম ফাঁক তালে।
যদিও এখন, আকাশ পাতাল ভেবে দুধের স্বাদ মিটিয়ে নিতে ঘোলে
ছবি আঁকি বসে বটতলে, চাতালে
অথবা তালগাছটার তলে
ভুল হয়ে যাওয়ায় চালে।