বৈপ্লবিক স্বপ্ন
অরুণ কারফা
স্বপ্নে দেখেছিলাম,,,
বিছানাটা চে'য়ে আছে ঘর্মাক্ত ক্লান্ত হয়ে সারাক্ষণই একা শুয়ে,
আমার দিক থেকে মুখ ফিরিয়ে,
আর, একচোখ বন্ধ করে ছিলাম আমি ঘুমের ঘোরে ,
এক পায়ে দাঁড়িয়ে।
ওদিকে, কোত্থেকে উড়ে এসে পর্দার গা ঘেঁষে
নিশাচর জানলা দিয়ে ঘরে ঢুকে
মুখ না দিয়ে খাবারে, গন্ধ শুঁকে
ফিরে গেল অনাহারে
ডানা ঝাপটিয়ে,
ভিতরটা আমার একেবারে নাড়িয়ে।
অসম যুদ্ধে, সাম্রাজ্যবাদীর ক্রোধে
মেঘেরা ঢেকে দেওয়ায় আকাশ, অন্ধকারে রুপোলি চাঁদের লাশ
কোথায় যে পড়ল গিয়ে টুকরো টুকরো হয়ে লুটিয়ে
ছড়িয়ে
ছিটিয়ে
চিরতরে
হারিয়ে।
তার খোঁজে উৎসুক মন, হয়ে কিঞ্চিৎ উঁচাটন
সূর্যোদয়ের প্রত্যাশায়
রইলো জানলা দিয়ে মুখ বাড়িয়ে।