প্রদক্ষিণ
অরুণ কারফা

এতদসত্ত্বেও ঘুরে যাচ্ছে পৃথিবী নিজেই নিজের চারধারে।

যখন কিনা রাতের রোশনাই বাড়িয়েছে মানুষ এত বেশি যে
দিন রাতের ফারাক আর বোঝা যায়না সহজে।

তাই, এখন অষ্ট প্রহর দিনের মত উজ্জ্বল
রাতে ঘুমায়না শুধু 'না পাওয়ার দল'
আর হ্যাঁ, ঘুমায়না হায়েনা
যারা নারীর উত্থান বা তাদের মুক্তি চায়না
এর জন্যে প্রয়োজনে করতেও জানে অনেক রকম ছল।

ঘুমায় কিছু 'সব পাওয়ার দল'
যারা নিঃসন্দেহে প্রকৃত অর্থে সমাজের বোঝা বা 'বর্জ্য মল'
তারা যেসব কালো বাজারী করত আগে রাতের আঁধারে
এখন তো নেই আর দরকার, তার জন্য কোনও প্রকার
সবকিছুই হয় দিনের আলোয় রাস্তার ধারে।

তাই মনে হয়, পৃথিবীর আপন অক্ষে আর ঘুরবার
কোনো প্রয়োজন নাই,
কে বোঝাবে তাহারে!